প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪১
হাজীগঞ্জে ভ্যেকু দিয়ে মাটি কাটায় ইউপি চেয়ারম্যানসহ ৫জনকে জরিমানা ৫লাখ টাকা
হাজীগঞ্জে ভ্যেকু দিয়ে কৃষি জমির মাটি কাটার দায়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ ৫ জনকে জরিমানা ৫ লাখ টাকা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের দক্ষিন পাড়া মাঠে চেয়ারম্যানের বেড়িতে এই আদালত পরিচালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ এর আলোকে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
|আরো খবর
খোঁজ নিয়ে জানা যায়, হাটিলা পূর্ব ইউনিয়নের দক্ষিন কৃষি মাঠে সাবেক ইউপি জলিলুর রহমান দুলাল মির্জার বেড়ীতে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কয়েকটি ভ্যেকু দিয়ে অবাধে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে রোববার দিবাগত রাতে ওই বেড়িতে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল ইসলাম।
রাতেই ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে ভ্যেকুর মালিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। প রাতেই ম্যাাজিষ্ট্রেট স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের জিম্মায় ভ্যেকু মেশিনগুলো জমা দিয়ে আসেন।
পরের দিন সোমবার সকাল এক দফা ও বিকালে ২য় দফা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাবেক ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলালকে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে নগদ ১ লাখ টাকা, ভ্যেকুর প্রতিনিধি মো. শরীফকে ৫০ হাজার, রেজাউল করিমকে ২ লাখ, মো. মাইনুদ্দিনকে ১ লাখ ও শাহাদাত হোসেনকে ৫০ হাজার টাকাসহ মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। পরবতর্তীতে উক্ত অংশসহ কোথায় ও থেকে মাটি না কাটার জন্য জরিমানাপ্রাপ্ত সবাইকে সর্তক করে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারসহ স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন